ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শান্তি আলোচনা শুরু করেছে দক্ষিণ সুদানের সংঘর্ষরত পক্ষগুলো। প্রায় তিন সপ্তাহের সংঘর্ষের পর এ বৈঠকে একটি যুদ্ধবিরতিতে পেঁৗছার চেষ্টা করবে দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীরা।
ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'আলোচনা শুরু হয়েছে।' পূর্ব আফ্রিকার আঞ্চলিক জোট 'আইজিএডি' এ আলোচনার যে কোনো ফলাফল মেনে নেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সুদানের সংঘর্ষরত দুই পক্ষের প্রতিনিধিরা আদ্দিস আবাবার একটি বিলাসবহুল হোটেলে উপস্থিত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গতকাল আলোচনা শুরু হয়েছে। গত ১৫ ডিসেম্বর দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির অভিযোগ করেন, তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার সেনাবাহিনীর একটি অংশকে সঙ্গে নিয়ে তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করতে চান। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।