আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী আন্দোলনের উদ্বেগ

রাজধানীতে ব্যবসায়ীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে গুমের ঘটনার সঙ্গে প্রশাসনের কতিপয় অসাধু লোক জড়িত থাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি প্রশ্ন রেখে বলেন, গুম-অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত থাকলে জনগণ যাবে কোথায়? গতকাল পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান প্রমুখ।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, রক্ষকদের ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ঘটনা দেশে অহরহ ঘটছে। এতে দেশময় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছেই। সাধারণ মানুষ এ-জাতীয় ঘটনায় আতঙ্কিত। তিনি বলেন, গুম, হত্যা ও বিচারবহিভর্ূত হত্যাকাণ্ড বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.