নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে রাজধানীতে পুলিশি বাধা উপেক্ষা করে মানববন্ধন করেছে চরমোনাই পীরের সংগঠন ইমলামী আন্দোলন। পুরানা পল্টনে মানববন্ধন করেছে দলটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাব চত্বরে কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় সেখানে না করে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গেলে সেখানেও পুলিশের বাধার সম্মুখীন হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করে গলির ভেতরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তবে শেষ পর্যন্ত মেইন রোড পর্যন্ত গড়ায়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, চলমান অচলাবস্থা থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই একমাত্র সমাধান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংবিধানের দোহাই দিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা তাদের হাতে গড়া সংবিধান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, যে সংবিধানের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন সেই সংবিধান দিয়ে নির্বাচন দিন। এ সময় কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।