রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জাতীয় নির্বাচনের আন্তঃনগর ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের লোকাল ট্রেনে উঠেছেন। মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। তিনি সিদ্ধান্ত নেন তিন রকম। আওয়ামী লীগের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচনে গেলেন। অথচ সংসদ নির্বাচনে গেলেন না। আবার উপজেলা নির্বাচনে এসেছেন। আর এসব কারণেই বিএনপির অন্দরমহলে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গতকাল দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রেলপথমন্ত্রী এসব কথা বলেন।
যবিপ্রবি'র উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য। এছাড়া যবিপ্রবির ট্রেজারার প্রফেসর জামাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় রেলপথমন্ত্রী মুজিবুল হক আরও বলেন, 'সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির সারা দেশে তাণ্ডব চালিয়েছে। রেললাইন তুলে ফেলেছে, ট্রেনের বগিতে ইঞ্জিনে আগুন দিয়েছে, মানুষ হত্যা করেছে। এর উস্কানিদাতা খালেদা জিয়া। তাই পাকিস্তানিদের পক্ষ নেওয়া খালেদার স্বাধীনতায় বিশ্বাস কতটুকু তা দেশবাসী বিচার করবে'। অনুষ্ঠানে মন্ত্রী যবিপ্রবির শিক্ষার্থীদের জন্য মুন্সী মেহেরুল্লাহ স্টেশন ও শাটল ট্রেন চালুসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।