আমাদের কথা খুঁজে নিন

   

গণতন্ত্রে বিশ্বাস করলে দেশে সংকট তৈরি হয় না

মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি বলেছেন, গণতন্ত্রকে বিশ্বাস করলে দেশে কখনো সংকট তৈরি হয় না। নির্বাচন এলে সবাই তত্ত্বাবধায়ক সরকার চায়। আন্দোলন করে। তাহলে জনগণের কি গণতন্ত্রের ওপর বিশ্বাস নেই? নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে গণতন্ত্রচর্চা হবে কীভাবে। দেশ স্বাধীন হয়েছে ৪২ বছর আগে।

বাঙালিরা গণভোটে বিশ্বাস করে। '৭১-পরবর্তী তাই হয়েছিল। কিন্তু এখন এই পরিস্থিতি কেন? বৃহস্পতিবার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে জিল্লুর রহমানের উপস্থাপনায় তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

সুবিদ আলী ভুঁইয়া বলেন, স্বাধীনতার ৪২ বছর পরও মানুষ মানুষকে এত অবিশ্বাস করে কেন।

তাহলে তো কোনো দিনই গণতন্ত্র বিকশিত হবে না। পৃথিবীর কয়টা দেশ আছে যেখানে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় গণতন্ত্র চলে?

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আগে আরও একটি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু যুদ্ধাপরাধের বিচার তারা শুরু করল না কেন। তারা যুদ্ধাপরাধের ইস্যুটি তুলতে পারতেন। মানবতাবিরোধীদের বিচার এ দেশের সর্বস্তরের মানুষের চাওয়া।

এ বিচার কেউ চায় না এটা আমার বিশ্বাস হয় না। আওয়ামী লীগ সরকার এ বিচার শুরু করতে অনেক দেরি করে ফেলেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু উদার মানুষ ছিলেন। তাই স্বাধীনতা-পরবর্তী সময়ে অনেক অপরাধীকে তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় দেশের মধ্যে দুটি দল তৈরি হয়েছিল।

একটি যুদ্ধের পক্ষে, অন্যটি বিপক্ষে।

সুবিদ আলী ভুঁইয়া বলেন, বিদ্যুৎ উৎপাদনে এ সরকার সফল। ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় বিদ্যুৎ উৎপাদন হতো ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। বর্তমানে ৯ হাজার ৬৭৩ মেগাওয়াট। তিনি আরও বলেন, সরকার রামপালে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।

তবে এটি সুন্দরবনের কাছে হলেও দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। পরিবেশবিদরা জানবেন এ কেন্দ্র সুন্দরবনের জন্য ক্ষতি হবে কিনা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.