আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকেরা কি গণতন্ত্রে বিশ্বাস করে, না কি তারা বিজ্ঞানমনস্ক ?

সত্যানুসন্ধানী

যারা নিজেদের নাস্তিক বলে দাবি করে তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে পৃথিবীর অধিকাংশ লোক আস্তিক হওয়া স্বত্ত্বেও তারা সৃষ্টিকর্তার অস্তিত্ত্ব মেনে নেন না কেন? নাস্তিকেরা যদি একনায়কতন্ত্রে বিশ্বাস করেন তার মানে তাদের Philosophy বর্তমান দুনিয়ায় অচল। নাস্তিকেরা কি বিজ্ঞানমনস্ক ? হুমম.............তাহলে আসুন যাচাই করে দেখি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তারা কতটুকু বিজ্ঞানমনস্ক : বিজ্ঞান বলে যাচাই ছাড়া অন্ধবিশ্বাস অগ্রহণযোগ্য। এখন একজন নাস্তিককে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর আকৃতি কিরকম, তিনি চটপট উত্তর দিবেন যে পৃথিবীর আকৃতি spherical। তাহলে এখন প্রশ্ন হচ্ছে , কতজন এটা নিজেরা পরীক্ষা করে দেখেছেন? সবাই শুনেছেন, পড়েছেন বা টিভিতে দেখেছেন । কিন্তু ঐগুলা যে fake না তা কি পরীক্ষা করে দেখেছেন? কারণ কত লোকই না কত কিছু কয়।

অন্যান্য বৈজ্ঞানিক তত্ত্বের জন্যও এই একইকথাই বলবো। আপনারা যারা নিজেদের নাস্তিক বলে দাবি করেন তারা অতি শীঘ্রই সব বৈজ্ঞানিক তত্ত্বের পরীক্ষাগুলো নিজেরা করে নিতে পারেন। অথবা বলতে পারেন যে আপনি পড়েছেন বা টিভিতে দেখেছেন পৃথিবীর আকৃতি spherical কিন্তু এটা সত্য না মিথ্যা সেটা জানেন না। আর আপনি যদি এমনি এমনিই নিশ্চিত হন যে, পৃথিবীর আকৃতি spherical কিংবা সকল পদার্থ ইলেকট্রন দ্বারা গঠিত, তাহলে বলতে হয়, নাস্তিকেরা আস্তিকদের যতই অন্ধবিশ্বাসী বা কাঠমোল্লা বলুন না কেন তারা নিজেরাও কিন্তু কম অন্ধবিশ্বাসী বা কাঠমোল্লা নন। ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.