আমাদের কথা খুঁজে নিন

   

'প্রধানমন্ত্রী স্বাধীনতার অর্থ বোঝেন না'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার অর্থ বোঝেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল হিসেবে নিজেদের আখ্যায়িত করলেও প্রকৃতপক্ষে তারা স্বাধীনতার অর্থ বোঝেন না। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ক্যাপ্টেন (অব.) মো. ইসহাকের সভাপতিত্বে এতে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, সুমন ভুঁইয়া, মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ বক্তব্য দেন। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে সেভাবেই নির্বাচন হবে_ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে কি গুম, হত্যা, নির্যাতন এবং বিরোধী দলের নেতাদের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়? তিনি বলেন, 'আমরা আইয়ুব খান ও ইয়াহিয়া খানের কাছে মাথানত করিনি, আর এই প্রধানমন্ত্রীর কাছেও মাথানত করব না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.