আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে

আল্লাহ মানব জাতিকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার জন্য যুগে যুগে প্রেরিত পুরুষ বা নবী পাঠিয়েছেন। হজরত মুসা (আ.), হজরত ইসা (আ.)-এর মতো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। তিনি শেষ নবী, সেরা নবী। মানব জাতির জন্য তার আবির্ভাব হয়েছে আলোকবর্তিকা হিসেবে। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, 'নিশ্চয়ই রাসূলের পবিত্র জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।' রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, 'আমি উত্তম চরিত্রের সৌন্দর্য পূর্ণ করার জন্যই প্রেরিত হয়েছি।'

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ সব নবী যেহেতু আল্লাহর প্রেরিত সেহেতু তাদের কারোর অবমাননা করা, আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করার শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সব নবীর ওপর যে কারণে শ্রদ্ধাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী বা রাসূল আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছেন তারা এসেছেন বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের পথপ্রদর্শক হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ কোনো জাতি বা দেশের জন্য প্রেরণ করেননি। তার আবির্ভাব হয়েছে সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখাতে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সব মানব জাতির জন্য পথপ্রদর্শক হিসেবে আবিভর্ূত হয়েছিলেন সেহেতু তাকে শুধু মুসলমানদের নবী বলার অবকাশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসে। তার জন্মলাভের কারণে এই মাস আলাদা মর্যাদা লাভ করেছে। কারণ রাসূলের জন্ম না হলে তার ওপর কোরআন নাজিল হতো না। আমরা নিজেদের তার উম্মত হিসেবে দাবি করতে পারতাম না। নবুওয়াতের পর থেকে ওফাত পর্যন্ত যাপিত জীবনে তিনি যে আদর্শ রেখে গেছেন তা মানব জাতির জন্য অনুকরণীয়। রবিউল আউয়াল মাসে আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ বেশি বেশি করে স্মরণ করব। নিজেদের মাঝে তার আদর্শকে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তওফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.