২০০৩ সালে নির্বাচিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২০০৩ সালে নির্বাচিত ওই কমিটির চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বাধা না দিতে ছয় মাসের জন্য বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গাজী মোশতাক আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।