সোমবার থেকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল দেয়া শুরু হবে।
মেয়ে শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা ১৬ বছর বয়সী মালালা গত বছর তালেবান হামলার শিকার হন। তালেবান জঙ্গিরা স্কুল বাসে উঠে তাকে গুলি করে। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। তালেবানরা এখনো মালালাকে হুমকি দিয়ে যাচ্ছে।
জুলাইয়ে জাতিসংঘে দেয়া এক ভাষণে মালালা বলেছেন, যারা তাকে চুপ করিয়ে দিতে চেয়ে ছিলো সেই সব সন্ত্রাসীদের কাছে তিনি হার স্বীকার করবেন না।
নরওয়ের রাজধানী অসলো ভিত্তিক শান্তি গবেষণা প্রতিষ্ঠান পিআরআইও এর পরিচালক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন বলেছেন, “আমার কাছে মালালাই শীর্ষে। গত বছর ইউরোপীয় ইউনিয়ন এই পুরস্কার পেয়েছে, যা দুর্বল এবং মৌলিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। “
তবে মালালার বয়স নিয়ে কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করেন তিনি। এর আগে ইয়েমেনের মানবাধিকার কর্মী তাওয়াক্কোল কারমান সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
৩২ বছর বয়সে তিনি ওই পুরস্কার গ্রহণ করেছিলেন।
তরুণ নারীদের এ ধরণে পুরস্কার দেয়ার ব্যাপারে তখন অনেক বিশেষজ্ঞ আপত্তি তুলেছিলেন। আগামী শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
এদিকে জাপানের লেখক হারুকি মুরাকামি বিচ্ছিন্নতাবাদ এবং ভঙ্গুর আধুনিক বিশ্ব নিয়ে উপন্যাস লিখে দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তবে বিচ্ছিন্নতা, ভালোবাসা এবং প্রত্যহিক জীবনের রহস্যময়তা ফিরিয়ে আনা নিয়ে করা নিজের কাজের জন্য মুরাকামি দেশর চেয়ে বিদেশেই বেশি খ্যাতি পেয়েছেন।
১৯৭৯ সাল মুরাকামির প্রথম উপন্যাস ‘হেয়ার দ্য উইন্ড সিং’ প্রাকাশিত হয়। তবে ১৯৮৭ সালে প্রকাশিত ‘নরওয়েজিয়ান উড’ উপন্যাসটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।