আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্য এখন একতরফা নির্বাচন ঠেকানো: ফখরুল

সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব সোমবার সহযোগী সংগঠনের এক সভায় একথা জানান।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। সাংবিধানিক এই ধারা অব্যাহত রাখার কথা বলছেন শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা।
দলীয় সরকারের অধীনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে একতরফা নির্বাচন প্রতিরোধের ডাক দিয়েছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া।
স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় ফখরুল বলেন, “আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এখন আমাদের একমাত্র টার্গেট হচ্ছে- একক নির্বাচন করে আওয়ামী লীগ সরকার যাতে আবার ক্ষমতায় আসতে না পারে, তা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেয়া। ”
“দেশনেত্রী ইতোমধ্যে একদলীয় নির্বাচন প্রতিরোধে ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করতে বলেছেন। তাই আগে সরকারকে সরাতে হবে, তারপর নির্বাচনের মনোনয়ন দেখা হবে। ”
সংবিধান অনুযায়ী ২৪ অক্টোবরের পর থেকে নির্বাচনের দিন গণনা শুরু হবে। ওই সময় থেকে সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা রয়েছে বিএনপির।


২৪ অক্টোবরের পর কঠোর আন্দোলনে নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ফাইল ছবি ফখরুল বলেন, “সরকার এককভাবে নির্বাচন করার নানা কলাকৌশল ও অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টাও হচ্ছে। তবে এসব কলাকৌশলে কোনো লাভ হবে না। ”
ফাইল ছবি
রাজধানীর বিজয় নগরে হোটেলে স্বেচ্ছাসেবক দলের দিনব্যাপী বর্ধিত সভায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের তিন বছর পর প্রথম বর্ধিত সভা হল।
স্বেচ্ছাসেবক দলকে বিএনপির ‘ভ্যানগার্ড’ অভিহিত করে আন্দোলনে সর্বা¥তক প্রস্তুতি নিতে তাদের প্রতি নির্দেশ দেন ফখরুল।
হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সিনিয়র সহসভাপতি মুনির হোসেন, কেন্দ্রীয় নেতা আলী রেজাউর রহমান রিপন, ইয়াসীন আলী, সাইফুল ইসলাম, গোলাম সারওয়ারসহ ৭৫টি সাংগঠনিক জেলার নেতারা বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.