আমাদের কথা খুঁজে নিন

   

পলিটেকনিক শিক্ষার্থীরা ফের আন্দোলনে

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ মর্যাদা বৃদ্ধি ও বেতন-ভাতার বৈষম্যের বিষয়ে সরকারের আশ্বাস গেজেট আকারে প্রকাশের দাবিতে গতকাল ফের আন্দোলনে নেমেছ পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান তারা। সব পরীক্ষা বর্জন করে বিভিন্ন স্থানে তারা পালন করে বিক্ষোভ

মানববন্ধন কর্মসূচি। কোনো কোনো স্থানে অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষকদের। প্রতিনিধিদের খবর-

বরিশাল : নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে গতকাল মিছিল নিয়ে বরিশাল পলিটেকনিক ক্যাম্পাসে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে সরকারি ঘোষণার গেজেট প্রকাশের জন্য বিক্ষোভ করেন তারা। এ সময় ১৫ অক্টোবরের মধ্যে গেজেট প্রকাশ করা না হলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।

কুমিল্লা : বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের কুমিল্লা পলিটেকনিক শাখার নেতা আরিফ হোসেন জানান, 'সরকারের আশ্বাসের বিষয়টি গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা কোনো পরীক্ষায় অংশ নেব না।' কুমিল্লা পলিটেকনিকের অধ্যক্ষ জানান,পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সোমবার থেকে মাইকিং করা হয়। এছাড়া ছাত্রদের সব হলও খুলে দেওয়া হয়েছিল।

সাতক্ষীরা : সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। এ সময় কলেজের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন সব শিক্ষক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ফকিরতলায় ইনস্টিটিউটের সামনে গতকাল বিক্ষোভ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন জেলার বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মৌলভীবাজার : মৌলভীবাজার পলিটেকনিকের পরীক্ষা নিয়ন্ত্রক মফিজুল ইসলাম জানান, 'আমাদের পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ছিল। কিন্তু শিক্ষার্থীরা অংশ না নেওয়ায় পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।'

চট্টগ্রাম : গতকাল সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলেও কেউ পরীক্ষায় অংশ নেয়নি। এ সময় তারা দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে। কয়েকটি কক্ষে ঝুলিয়ে দেওয়া হয় তালা। শ্রেণীকক্ষের বেঞ্চে লাগিয়ে দেয় সুপারগুলু।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.