সিলেটে পূর্ববিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এহতেশামুল হক শাওন (১৭) নামে ওই শিক্ষার্থী আল রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে ওসমানী মেডিকেল কলোনির এনামুল হক সোহাগের ছেলে। চিকিৎসকরা জানিয়েছেন, শাওনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বেলা ১টার দিকে নগরীর মুন্সীপাড়ার কয়েকজন সন্ত্রাসী শাওনের ওপর হামলা চালায়। এ সময় তাকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করে পেট্রল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। শাওনের বাবা এনামুল হক সোহাগ জানান, দুপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষার সময় জানতে বাসা থেকে বের হয় শাওন। পথে মুন্সীপাড়ার হাসান, সামি, কবীর, সম্রাট, মামুন, স্বপনসহ কয়েকজন শাওনের ওপর হামলা চালায়।
সিলেট সিটির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবজাদ আহমদ আমজাদ জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে কিছু দিন আগে শাওনের সঙ্গে হামলাকারীদের বাকবিতণ্ডা হয়। ঘটনার পর তিনি বিষয়টি সালিশ বৈঠকে নিষ্পত্তি করে দেন। এ ঘটনার জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. হাসিবুর রহমান জানান, আগুনে শাওনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, হামলার ঘটনায় সামি নামে এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।