নাটোরের ১২১টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এখনো নতুন বছরের বই হাতে পায়নি। কবে নাগাদ পাবে তাও কেউ বলতে পারছে না। এদিকে বই দিতে না পারায় নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারছেন না, উপরন্তু আগের ছাত্রছাত্রীরাও হাইস্কুলে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, নাটোর সদর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া, লালপুর, বাগাতিপাড়া ও নলডাঙ্গা উপজেলায় ১২১টি দাখিল (মাধ্যমিক) মাদ্রাসা রয়েছে। এরই মধ্যে হাইস্কুল পর্যায়ে বই বিতরণ শেষ হয়ে গেলেও মাদ্রাসায় কোনো বই দেওয়া হয়নি। কোনো কোনো মাদ্রাসায় শুধু সপ্তম শ্রেণীর বই দেওয়া হলেও অধিকাংশ মাদ্রাসায় তাও দেওয়া হয়নি। এতে মাদ্রাসাগুলোয় পাঠদান শুরু করা যাচ্ছে না। এ ব্যাপারে গুরুদাসপুরের আলীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল ইসলাম বলেন, আমাদের পাশের হাইস্কুলগুলোয় সব বই বিতরণ এবং ক্লাস শুরু হয়ে গেছে। কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ছাড়া আর কোনো বই পাইনি। ফলে ষষ্ঠ ও নবম শ্রেণীতে নতুন শিক্ষার্থী পাচ্ছি না। বড়াইগ্রামের বাটরা গোপালপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জিয়াউল হক সাবেরি তার মাদ্রাসায় এ পর্যন্ত নতুন বছরের একটি বইও পাননি বলে জানান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এরই মধ্যে ইবতেদায়ি (প্রাথমিক) শাখায় বই বিতরণ করা হয়েছে। তবে হরতাল-অবরোধের কারণে দাখিল স্তরের সব বই পেঁৗছায়নি। আমরা যোগাযোগ করছি। বই পেলে বিতরণ করা হবে।
কালকিনির অনেক মাদ্রাসায়ও বই পেঁৗছায়নি : মাদারীপুর প্রতিনিধি জানান, কালকিনি উপজেলায় ১৬টি দাখিল, ২টি আলিম ও ৮টি ফাজিল মাদ্রাসায় প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছে। সোমবার বিভিন্ন মাদ্রাসায় ঘুরে জানা যায়, প্রথম, চতুর্থ ও সপ্তম শ্রেণীর সরকারি সব কটি বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীর বই আংশিক বিতরণ করা হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে একটিও বই বিতরণ করা হয়নি। সব কটি মাদ্রাসার একই অবস্থা। এ ব্যাপারে সোমবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় বলেন, হরতাল-অবরোধে পরিবহন সংকটের কারণে ঢাকা থেকে বই পাঠাতে পারেনি। দু-এক দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।