আমাদের কথা খুঁজে নিন

   

ফেরিমাস্টার অপসারণ

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে ফেরি পারাপারে বাস ও ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ফেরি কিষাণীর মাস্টার মফিজুল ইসলামকে অপসারণ করা হয়েছে। গতকাল সকাল থেকে ওই রুটের পরিবহন শ্রমিকরা মফিজুল ইসলামের অপসারণ দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। দুপুরে তাদের দাবির পরিপ্রক্ষিতে বিআইডবি্লউটিসির ভোলা ম্যানেজার নুরুল ইসলাম মফিজুলকে অপসারণের ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরিবহন শ্রমিকরা জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটে চলচলা করা ফেরি কিষাণীর মাস্টারসহ একটি অসাধুচক্র বাস ও ট্রাক চালকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে। চাহিদা মতো বাসপ্রতি ৩ থেকে ৫শ টাকা না দিলে ফেরিতে সিরিয়াল পাওয়া যায় না। দুই তিনদিন ধরে ঘাটে আটকে থাকতে হয়।

এ ছাড়া নাব্যতার অভাবে রাতে ফেরি চলাচলের অনুমতি না থাকলেও বাস ও ট্রাকচালকরা ঘুষ দিলে মফিজুল রাতে ফেরি পারাপার করেন। এ ব্যাপারে মফিজুল ইসলাম জানান, অনেক সময় যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে অনুমতি না থাকলেও রাতে ফেরি চালানো হয়। তবে তিনি অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.