আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণে জড়িত পুলিশ সাবেক সেনাসদস্য

স্বর্ণ ও ডলার চোরাচালান এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক রেজাউল হক, সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফাজিকুল ইসলাম, মিরান খান, শামসুল হক, সুজন শেখ ও সবুর চেয়ারম্যান। তাদের মধ্যে প্রথম পাঁচজনকে শুক্রবার দিবাগত রাতে সাভার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল দুপুরে আশুলিয়া থেকে টাঙ্গাইলের মির্জাপুর থানার বহরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুরকে গ্রেফতার করে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্বর্ণ ও ডলার চোরাচালান এবং চোরাচালানকারীদের অপহরণের সঙ্গে জড়িত।

র্যাব-৪ এর সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে সাভার প্রতিনিধি জানিয়েছেন, সাভারে অভিযান চালানোর সময় র্যাবের সঙ্গে চোরাচালান চক্রের সদস্যদের মারামারি হয়। এতে র্যাবের ক্যাপ্টেন নাহিদ আহত হন। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। এদিকে বেলা সাড়ে ৩টায় র্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান জানান, সবুর চেয়ারম্যানের জন্য সাতক্ষীরা থেকে ডলার ও স্বর্ণ বহন করে নিয়ে আসছিল শামসুল হক। এ এস আই ফাজিকুলের নেতৃত্বে রেজাউল, সুজন ও মিরান সাভার বাসস্ট্যান্ডের স্মৃতি শপিং সেন্টারের সামনে থেকে শামসুল হককে অপহরণের চেষ্টা করে। তখনই র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.