আমাদের কথা খুঁজে নিন

   

মাঠের অনুমতি না দিলে কর্মসূচি দেবে হেফাজত

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ ব্যবহারের অনুমতি না দিলে আন্দোলনের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন করতে গত ৪ নভেম্বর মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু এখনো পর্যন্ত অনুমতি না দিয়ে নানা টালবাহানা করছে। আজকের মধ্যে মাঠ ব্যবহারের অনুমতি না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ জমিয়াতুল ফালাহ ময়দানে ইসলাম আল্লাহ, রাসূল, ঈমান, আকিদার নানা বিষয় তৌহিদী জনতাকে জানাতে কয়েক বছর ধরে এ সম্মেলন আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি নিয়েছে। আল্লামা শফীর নিরপেক্ষ সরকারব্যবস্থা মেনে নেওয়ার আহ্বান জানানোর বিবৃতি বিষয়ে বাবুনগরী বলেন, নিরপেক্ষ সরকারব্যবস্থা ছাড়া এ দেশে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আর একতরফা নির্বাচন করলে আওয়ামী সরকার ক্ষমতাকে কুক্ষিগত করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির মুহাদ্দিস আল্লামা শামসুল আলম, আল্লামা মুহাম্মদ ইদ্রিস প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.