আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গú

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদম রসুল এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার পণ্য ক্রেতার মৃত্যু হয়েছে। এতে আরও দুজন অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে নিহতরা হলেন সীতাকুন্ড এলাকার মো. জসিম উদ্দিন, ওমর ফারুক, সফি আহমেদ ও বাঁশখালির গিয়াস উদ্দিন এবং আহতরা হলেন সীতাকুন্ডের রমজান আলী ও মো. আকবর। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, গতকাল দুপুরে আরেফিন এন্টারপ্রাইজ নামে শিপ ব্রেকিং ইয়ার্ড প্রতিষ্ঠানে এম ভি ক্যাপিটেল লাইসেনকো নামের একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল ক্রয়ের জন্য কয়েকজন ক্রেতা ও শ্রমিক উপস্থিত ছিলেন।

এ সময় ভুলক্রমে একটি কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার খুলে গেলে ৬ জন অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার চারজনের মৃত্যু ঘোষণা করে। বাকি দুইজন নগরীর এ কে খান মোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেফিন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোহাম্মদ হাসান বলেন, নিহত ও আহতরা সবাই জাহাজের স্ক্র্যাপ পণ্যের ক্রেতা। ক্রেতাদের কেউ একজন অগ্নি নির্বাপক যন্ত্র মনে করে গ্যাস সিলিন্ডারগুলো খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়ায় বন্দুকযুদ্ধে নিহত এক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় দুগ্রুপের বন্দুক যুদ্ধে আহত বদি আলম ভেট্টা (৩৫) গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, বন্দুক যুদ্ধে আহত একজনের গতকাল মৃত্যু হয়েছে।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার উপজেলার মোহাম্মদ খালী এলাকায় গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে স্থানীয় খোরশেদ আলম ও জামাল উদ্দিন গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় প্রায় ৯ জন গুলিবিদ্ধ হন।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.