ছোট্ট কাঁধে যেন চেপে বসেছিল চাপের পাহাড়। মাত্র ৮ রান তুলতেই নেই বাংলাদেশের দুই উইকেট! মাথার ওপর নিউজিল্যান্ডের চাপিয়ে দেওয়া ৪৬৯ রানের বোঝা। মাত্র দিনকয় আগে ২২-এ পা রাখা, নিজের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা এক ক্রিকেটারের জন্য এর চেয়ে কঠিন অগ্নিপরীক্ষা আর হতে পারে। কিন্তু মমিনুল হক বুঝিয়ে দিলেন, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ’ খোলসে ঢুকে না গিয়ে পাল্টা আক্রমণে ছত্রখান করে দিতে চাইলেন কিউয়ি রণকৌশল।
ফিফটি তুলে নিলেন মাত্র ৩৬ বলে। ফিফটি পর্যন্ত পৌঁছাতেই মেরেছেন দশটি চার! এই প্রতিবেদন লেখার সময় ৬১ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন তিনি। টেস্টে তৃতীয় ফিফটি করা মমিনুলের এটাই ক্যারিয়ার সেরা ইনিংস।
শুরুর বিপর্যয়ও আপাতত সামলে নিয়েছে বাংলাদেশ। মমিমুনুল আর মার্শাল আইয়ুবের ৮৬ রানের জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে ৯৪ রান তুলে ফেলেছে।
ঘরের মাঠে বড় কিছু করার প্রতিশ্রুতি দেওয়া তামিম ইকবাল ক্যারিয়ারের প্রথম গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট) নিয়ে ফিরেছেন। মমিনুল চট্টগ্রামের ছেলে নন। তবে সাগরকোলেই তাঁর জন্ম। কক্সবাজারের ছেলে হয়ে যেন চট্টগ্রামের দর্শকদের মনের খেদটুকু পুষিয়ে দেওয়ার চোয়ালবাঁধা প্রজ্ঞিতা নিয়েই ব্যাট করে চলেছেন মমিনুল। বাংলাদেশের পক্ষে অবশ্য দ্রুততম ফিফটি এটি নয়।
২৬ বলে (২৭ মিনিটে) ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল, মিনিটের হিসেবে যেটি টেস্টের শতাব্দীপ্রাচীন ইতিহাসেরই দ্রুততম ফিফটি ছিল।
২৪ বলে ৪০ করে ফেলার পর মনে হচ্ছিল, মমিনুলও বুঝি টেস্ট ইতিহাসের দ্রুততম ফিফটির সংক্ষিপ্ত তালিকায় ঢুকে পড়বেন। তা অবশ্য হয়নি। তবে ব্যাটে যে ঝড়টা তুলেছিলেন শুরু থেকেই, সেটি ধরে রেখেছেন এখনো।
নিজের পঞ্চম বলেই ব্রেসওয়েলকে চার মেরে শুরু হয়েছিল ঝড়টা।
মার্টিনের করা পরের ওভারে মেরেছেন টানা তিন চার। ব্রেসওয়েলের করা পরের ওভারেও এসেছে তিন চার। অ্যান্ডারসনকে চার মেরেই পৌঁছেছেন ফিফটিতে।
এমন নয় চোখ বুজে ধুমধাড়াক্কা ব্যাট চালিয়ে যাচ্ছেন। ক্রিকেটীয় কেতা মেনেও ব্যাট করে যে ঝড় তোলা যায়, সেটিও যেন বুঝিয়ে দিচ্ছেন মমিনুল।
ফিফটির পর অবশ্য ব্যাটে লাগাম লাগিয়েছেন। পরিস্থিতি বুঝে খেললেন। ডাক নাম সৌরভ। মমিনুলের ব্যাটে পাওয়া যাচ্ছে বড় কিছুরই সৌরভ!
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।