আমাদের কথা খুঁজে নিন

   

মমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের ড্র

শেষের হইল শেষ.....বাঁচিবার শেষ চেষ্টায়।

ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিচ্ছবি মুমিনুল চট্টগ্রামে ছুঁলেন তৃতীয় টেস্ট শতক। ড্র নাকি আরেকটি পরাজয়—এমন সমীকরণ সামনে নিয়েই চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪৬৭ বা শেষ দিনে ৪৫৫ রান করা মাস্ক-অক্সিজেন ছাড়া হিমালয়ের চূড়ায় ওঠার মতোই অসম্ভব। ফলে প্রত্যাশার পারদ ড্রতেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের।

মুশফিকুর রহিমের দল তা করতে পেরেছেও। ৮৪.৪ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ২৭১ তুলতেই অ্যাঞ্জেলো ম্যাথুস মেনে নেন, এ ম্যাচের ভাগ্যে ড্র-ই লেখা আছে।

এই চট্টগ্রামে গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের জাত চিনিয়েছিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে খেলেছিলেন ১৮১ রানের কাব্যিক এক ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টেও পেয়েছিলেন অর্ধশতক।

ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিচ্ছবি মুমিনুল চট্টগ্রামে ছুঁলেন তৃতীয় টেস্ট শতক। সাত টেস্টে এটি মুমিনুলের তৃতীয় সেঞ্চুরি।

পরিশ্রম করিলে সফলতা পাওয়া যায়, যার দৃষ্টান্ত মমিনুল।

সৌজন্যে, প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.