প্রথম টেস্ট শতকের দেখা পেলেন বাংলাদেশের ক্রিকেটার মমিনুল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে তিন অঙ্কের ঘরে পৌঁছান এই বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের। অভিষেকেই খেলেছিলেন ৫৫ রানের ঝকঝকে এক ইনিংস।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৩৩ দশমিক ৩ ওভারে ট্রেন্ট বোল্টের বলে অফ ড্রাইফ করে সেঞ্চুরির ম্যাজিক ফিগার পৌঁছেন মমিনুল।
এজন্য ৯৮ বল ব্যয় করেছেন তিনি।
মমিনুলের ইনিংসটিতে ১৮টি দৃষ্টিনন্দন চারের মার ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানোর আগে মমিনুলের সর্বোচ্চ রান ছিল ৬৪। এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন তিনি। যাতে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
আর ক্যারিয়ার গড় ৪১ দশমিক ৬০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।