আমাদের কথা খুঁজে নিন

   

মমিনুলের ব্যাটিংয়ে দুশ্চিন্তায় ওয়াটলিং

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়াটলিং বলেন, “ওর (মমিনুল) ব্যাটিং দেখে আমরা বিস্মিত নই। আমরা জানি সে খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান। আর শট খেলতেও পছন্দ করে। আজ সে দারুণ ব্যাট করেছে। তবে ওকে আমরা বেশ কিছু সহজ বলও দিয়েছি।

” দলীয় ৮ রানের মধ্যে তামিম ইকবাল ও এনামুল হক বিদায় নিলেও মমিনুলের পাল্টা আক্রমণে অতিথিরাই উল্টো চাপে পড়ে গেছে বলে মনে করেন ওয়াটলিং। তিনি বলেন, “ভালো ইনিংস খেলায় মমিনুল এখন দারুণ আত্মবিশ্বাসী। তার ব্যাটিং আমাদের চাপে ফেলে দিয়েছে। ” “কাল (শুক্রবার) ওকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করে বাংলাদেশকে চাপে ফেলতে হবে। প্রথম ইনিংসে এখনো ওদের ৮ উইকেট নিতে হবে আমাদের।

” শেষ উইকেটে তার সঙ্গে ১২৭ রানের জুটি গড়া ট্রেন্ট বোল্টের উচ্ছ্বসিত প্রশংসা করে ওয়াটলিং বলেন, “সে অসাধারণ ব্যাট করেছে, বাজে বলের জন্য অপেক্ষা করেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাট করেছি। সময় গড়ানোর সঙ্গে-সঙ্গে এই উইকেটে ব্যাটিং সহজ হয়ে যায়। ” ‘নো’ বলের সৌজন্যে শুরুতেই ‘জীবন’ পেয়ে পরে শতক করা প্রসঙ্গে তিনি বলেন, “শটটা খেলেই বুঝতে পেরেছিলাম বাজে শট খেলেছি। পরে বাজে বলের জন্য অপেক্ষা করেছি, ইনিংসটা যতটা সম্ভব বড় করার চেষ্টা করেছি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.