আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিলেটে সড়ক ó

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। তারা নগরীর উপশহর পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্বর ও চণ্ডিপুলে এলোপাতাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করেন। ফলে ওইসব সড়ক দিয়ে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ কথা বলে অবরোধ প্রত্যাহার করায়। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ চলে। জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুলে দক্ষিণ সুরমা থানার এএসআই শাহ জামাল একটি মাইক্রোবাসের কাগজপত্র দেখতে চান। এ সময় চালক হুশিয়ার আলী একসপ্তাহ আগে তার গাড়ির উপর ট্রাফিক সার্জেন্ট মামলা করে কাগজপত্র জব্দ করেছেন বলে জানান। পরে ওই পুলিশ সদস্য চালকের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হুশিয়ার আলী মোবাইল ফোনে অন্য শ্রমিকদের বিষয়টি জানালে তারা বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মাইক্রোবাস রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ চলার পর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি তেরা মিয়ার সঙ্গে পুলিশ কর্মকর্তারা কথা বলে অবরোধ প্রত্যাহার করান। দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, গাড়ির কাগজ পরিদর্শনের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.