আমাদের কথা খুঁজে নিন

   

পৌর মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম পিকুলসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন এক ব্যবসায়ী। মামলা সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভার মেয়র বিএনপি নেতা আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে ১৫/২০ জন দলীয় নেতা-কর্মী গত ১ নভেম্বর নান্দাইল বাজারের স্বর্ণ ব্যবসায়ী হাকিমুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুল বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা। আমি এ ঘটনার কিছইু জানি না। উল্লেখ্য, গত দুই বছর আগে ময়মনসিংহ শহরে নারী নিয়ে স্ফুর্তি করার সময় পুলিশের হাতে আটক হয়ে আলোচনায় আসে এই বিতর্কিত পৌর মেয়র। পরে নারী নির্যাতন মামলায় তাকে জেলে যেতে হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.