আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নকৃত প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দিনব্যাপী ২৯টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। চট্টগ্রামে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী একই দিনে ২৯টি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে চট্টগ্রামে সর্বাধিক ১২টি কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের বিষয়ে নিজেই দায়িত্ব নিয়েছেন এবং চট্টগ্রামবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী ৪০ বছরে এমন উন্নয়ন চট্টগ্রাম নগরবাসী দেখেনি, যা গত পাঁচ বছরে হয়েছে। প্রধানমন্ত্রী উড়াল সড়কসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, এই প্রথম চট্টগ্রাম প্রেসক্লাবে দেশের প্রধানমন্ত্রীর আগমন। তিনি প্রেসক্লাব ভবনের দেওয়ালে নির্মিত ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ম্যুরাল উদ্বোধন করবেন।
জানা গেছে, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১১টি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও লালখান বাজারে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। প্রকল্পগুলোর মধ্যে দুটি উড়াল সড়ক, একটি ওভারপাস, ৬টি সড়ক সম্প্রসারণ, নারী শ্রমিকদের জন্য ডরমেটরি ও ১০ তলা আবাসিক ভবন রয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সিডিএ ৫৬৬ কোটি খরচ করেছে। চট্টগ্রাম সেনানিবাস আয়োজিত দরবারে যোগদানসহ রাউজান উপজেলা ২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল বিদ্যুৎ প্লান্ট, কবি নবীন চন্দ্র সেন স্মৃতি কমপ্লেঙ্ ও বিএম কমপ্লেঙ্ উদ্বোধনসহ ২৯টি কর্মসূচিতে যোগদান শেষে বিকালেই তিনি ঢাকায় ফিরে যাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।