আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চগড়ে কলেজছাত্র চট্টগ্রামে শ্রমিকের লা

পঞ্চগড়ে কলেজছাত্র, সিরাজগঞ্জে কৃষক এবং চট্টগ্রামে তৈরি পোশাক শ্রমিকসহ বিভিন্ন স্থানে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড় : আটোয়ারী উপজেলার নলপুখরী গ্রামের একটি ভুট্টা খেত থেকে গতকাল কলেজছাত্র বিনয় চন্দ বর্ম্মণের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। বিনয় উপজেলার রাধারনগর মালিগাও গ্রামের প্রেম চন্দ বমর্্মনের ছেলে ও দিনাজপুর সরকারি কলেজের ছাত্র। শুক্রবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সিরাজগঞ্জ : রায়গঞ্জে শুক্রবার রাতে আইয়ুব আলী নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম : নগরীর পাহাড়তলীর গ্রিনভিউ আবাসিক এলাকার একটি বাসার বাথরুম থেকে শুক্রবার রাতে তৈরি পোশাক শ্রমিক নাজমা আকতারের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমার স্বামী লিটনের বিরুদ্ধে মামলা হয়েছে। কেরানীগঞ্জ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া থেকে শুক্রবার রাতে গৃহবধূ শাহিনুর আক্তারের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে স্বামী শাহিন তাকে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।

খুলনা : মহানগরীর শেখপাড়া লোহাপট্টি এলাকায় গতকাল মৃত্যুর চারদিন পর বৃদ্ধ বাকী বিল্লাহর (৭৫) লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ডরমেটরি থেকে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করেছে। নিহত চিকিৎসক হাসিবুল হক হাসান (৩৭) ৫৬ সবুজবাগ, ঢাকার আবদুল হামিদের ছেলে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, লাশ দেখে মনে হচ্ছে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে।

পোস্টমর্টেমের পর বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.