সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা এবং টঙ্গীতে পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর_
চট্টগ্রাম : নগরীর বাঁকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় শনিবার রাতে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা আতিক উল্লাহ পারভেজ হয়েছেন। পারভেজ শাহজালাল ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট এঙ্িিকউটিভ অফিসার (ক্যাশ) ছিলেন। রাতে মোটরসাইকেলে পটিয়া থেকে নগরীর বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন পারভেজ। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী আশ্রাফ সেতু এলাকায় গতকাল বাসচাপায় নিহত হয়েছেন পোশাক কর্মী লিমা আক্তার। নিহতের নাম। তিনি ফরিদপুরের সদরপুর থানার চৌধুরীর চর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। দুপুর সোয়া ১টায় টঙ্গী বাজারে পিমকি অ্যাপারেলস কারখানা থেকে লিমা আক্তার দুপুরের খাবার খেতে তার বাসায় ফিরছিলেন। এ সময় তুরাগ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।