আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে হঠাৎ নীরব জামায়াত

সরকারবিরোধী আন্দোলনে হঠাৎ করেই 'নীরবতা' কৌশল অবলম্বন করছেন বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের শরিক জামায়াত নেতারা। হরতালসহ বিরোধী দলের আন্দোলন-সংগ্রামে কিছু দিন ধরেই চট্টগ্রামের জামায়াতকে অনেকটা 'নীরবে চল' নীতি অনুসরণ করতে দেখা গেছে। সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে জামায়াত অনেকটা নিষ্ক্রিয়। তবে চট্টগ্রাম নগর জামায়াত বলছে, নীরবতা কৌশল নয়। আমরা আমাদের মতো করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বরং আগের চেয়ে এখন আমাদের কর্মসূচি প্রকাশ্যে করা হচ্ছে।

জানা যায়, ২০০৮ সালে জাতীয় নির্বাচনের পর সামনের সারিতে থেকেই সরকারবিরোধী সব আন্দোলন-সংগ্রাম সফলে ভূমিকা রেখেছে জামায়াত। জামায়াতের কাঁধে ভর করে বিএনপি অনেক বড় বড় কর্মসূচিও সফল করেছে। এ নিয়ে কড়া সমালোচনার মুখেও পড়ে বিএনপি। তখন অভিযোগ ওঠে, জামায়াত ছাড়া বিএনপি আন্দোলন-সংগ্রাম সফলে ব্যর্থ। কিন্তু পরে জামায়াতের শীর্ষ নেতৃত্বের অনেকেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত হন। এর বিরুদ্ধে জামায়াত কর্মসূচি দিলে এতে বিএনপি অনেকটাই নীরব থাকে। এ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে ভেতরে ভেতরে মৃদু দূরত্বও সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা যায়, এর আগে জাতীয় ইস্যুতে ১৮-দলীয় জোটের হরতালসহ নানা কর্মসূচি জামায়াত বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে পালন করেছে। এ ছাড়া জামায়াত নানাভাবে প্রকাশ্যে মিছিলও করেছে। কিন্তু ২৯ অক্টোবর ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালে জামায়াতকে বড় কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। নগর জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ বলেন, আমরা প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি পালন করেছি। হরতালের সমর্থনে দুই দিনে বিএনপির সঙ্গে যৌথভাবে কর্মসূচি পালন করছি। তবে পৃথকভাবে বড় ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করছি না। বরং এখন আমরা আগের চেয়ে বেশি হারে কর্মসূচি পালন করছি। তিনি বলেন, বিএনপির সঙ্গে এখন আমাদের কোনো দূরত্ব নেই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.