আমাদের কথা খুঁজে নিন

   

ইউক্রেনে ঐকমত্যের সরকার মঙ্গলবারের মধ্যে

ইউক্রেনে ঐকমত্যের সরকার গঠনের জন্য এমপিদের কাল মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ভোটে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে উৎখাতের পরদিন পার্লামেন্টে এক বিতর্ক অনুষ্ঠানে স্পিকার ওলেঙ্ান্দর তুর্কিনোভ অগ্রাধিকার ভিত্তিতে সরকার গঠনের কাজ করার তাগাদা দেন। তুর্কিনোভকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে। পার্লামেন্টে নতুন সরকার গঠন নিয়ে বিতর্ক শুরুর পর বিরোধীদলীয় এক নেতা ভাইটালি ক্লিচকো বলেন, 'আমাদের হাতে বেশি সময় নেই'। ২৫ মের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও বলেন তিনি। শনিবার পূর্বাঞ্চলীয় খারকিভ শহর থেকে সাবেক প্রধানমন্ত্রী টিমোশেঙ্কাকে আটকাবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। এর পর তিনি ইন্ডিপেনডেন্স স্কয়ারে বিরোধী দলের সমর্থকদের সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যেতে বলেন। গত বছরের নভেম্বরের শেষদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে বড় অঙ্কের ঋণ নেন ইয়ানুকোভিচ। এরপর থেকে তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত দুই দিন ধরে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। গত বৃহস্পতিবার রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত স্বাধীনতা চত্বরে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ, এতে অনেক মানুষ হতাহত হন। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.