আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে শিক্ষকদের বৈঠকে ছাত্রলীগের হা

চট্টগ্রামে একটি কলেজের শিক্ষক পরিষদের বৈঠকে ডিম ও পাথর ছুড়ে হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রলীগ নেতা-কর্মী। এ ঘটনায় দুজন শিক্ষকও আহত হয়েছেন। গতকাল বেলা ১২টায় চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক পরিষদের বৈঠকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রসায়ন বিভাগের দেলোয়ারা বেগম ও ব্যবস্থাপনা বিভাগের রাশেদা আক্তার। পরে বিকালে পুলিশ প্রহরায় শিক্ষকরা কলেজ ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি দিয়েছে কলেজ শিক্ষক পরিষদ। কলেজ অধ্যক্ষ রেজাউল কবির বলেন, কলেজ মিলনায়তনে শিক্ষক পরিষদের পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। এসময় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা খলিলুর রহমান নাহিদের নেতৃত্বে কিছু নেতা-কর্মী বহিরাগতদের নিয়ে বৈঠকে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের কিছু নেতা একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করাতে কোটা দাবি করে আসছে। তাদের এ আবদার না রাখায় নাহিদ ও বহিরাগত ছাত্ররা কৌশলে শিক্ষার্থীদের ব্যানারে আমার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.