আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে কালো কাপড় বেঁধে মিছিল, আন্দোলন ২২ অক&#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনা ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সকালে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন শিক্ষকরা। পদত্যাগ করেছেন আরও এক সহ-প্রক্টর। আর আন্দোলন কর্মসূচি ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার সিন্ডিকেট সভায় অংশ নেওয়াকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ধাক্কাধাক্কি হয়। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের বসার চেয়ার ভাঙচুর করেন। শিক্ষকদের ওপর তারা হামলা চালান এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে আট শিক্ষক-ছাত্র আহত হন। এ ঘটনায় ওইদিন রাতেই জরুরি সভা শেষে শিক্ষক সমিতি উপাচার্যকে আগামী ২০ অক্টোবরের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে।

তবে শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, 'শিক্ষা সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা আগামী ২২ তারিখ পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছি।'

সমিতির ব্যানারেই মৌন মিছিলে অংশ নেয় শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ে এ অচলাবস্থার মধ্যে গতকাল বিকালে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করা হয়। শিক্ষার্থীরা এ সময় শিক্ষার সুষ্ঠু পরিবেশ চেয়ে বলেন, 'ক্যাম্পাস খোলার পর আমরা আর কোনো আন্দোলন দেখতে চাই না।'

শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সহ-প্রক্টর উম্মে সায়কা পদত্যাগ করেছেন। তিনি বলেন, 'এ প্রশাসনে কাজের কোনো পরিবেশ নেই।' আগের দিন পদত্যাগ করেন আরও দুই সহ-প্রক্টর।

উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। দুর্গাপূজা, ঈদুল আজহা ও লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় গতকাল থেকে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীরা হল ছেড়েছেন। আগামী ২৫ অক্টোবর থেকে কার্যক্রম শুরু হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.