চেক প্রতারণা মামলার ৫ সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আদালতের ৬ বার দেওয়া নির্দেশ কার্যকর করতে না পারায় বরিশাল কোতোয়ালি থানার ওসি শাখাওয়াত হোসেনকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান মঙ্গলবার দেওয়া এক আদেশে এ নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, বরিশাল নগরীর সাগরদী দরগাবাড়ি এলাকার বাসিন্দা মাহমুদ আলম মীর্জাগঞ্জ উপজেলার জনৈক কাজী হিরণের বিরুদ্ধে গত বছরের ২৪ এপ্রিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চেক প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটি বিচারের জন্য গত বছরের ২৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। সাক্ষ্য দিতে না আসায় গত ১৮ ফেব্রুয়ারি ৫ সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। পরোয়ানাভুক্ত সাক্ষীরা হলেন- নগরীর দরগাহবাড়ি এলাকার বাসিন্দা মামলার বাদী মাহমুদ আলমের স্ত্রী নাসিমা আলম, ভাই কাজী জাফর আহম্মেদের স্ত্রী সালমা, সাগরদী এলাকার বাসিন্দা মৃত কাজী মোতালেব হোসেনের ছেলে কাজী জাফর আহম্মেদ ও নজির আহম্মেদের ছেলে শিহাবউদ্দিন। কিন্তু ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হওয়ায় পর্যায়ক্রমে ২১ মার্চ, ২৩ এপ্রিল, ২৬ মে, ২৬ জুন ও সর্বশেষ ১৮ আগস্ট কোতোয়ালি থানার ওসিকে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের নির্দেশ দেন আদালত। একের পর এক নির্দেশ দেওয়ার পরও আদালতকে অবজ্ঞা করতে থাকেন ওসি শাখাওয়াত। এ কারণে ওসির বিরুদ্ধে ১৭৪ ধারার অভিযোগ কেন আনা হবে না তার কারণ দর্র্শাতে আগামী ২৯ অক্টোবর সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।