আমাদের কথা খুঁজে নিন

   

কৈলাসটিলায় উত্তোলন করা হবে তেল

গ্যাসের আধার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলায় এবার তেল উত্তোলন করতে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড (এসজিএফএল)। তেল উত্তোলনের জন্য চলতি বছরের শেষের দিকে কৈলাসটিলার ৭ নম্বর কূপ খননের কাজ শুরুর কথা রয়েছে। এ কূপে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। ১৭ সেপ্টেম্বর সিলেট সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেল ও গ্যাসের নতুন মজুদাগার এ কূপটি পরিদর্শন করবেন। সাসমিক জরিপের ফলাফল সঠিক হলে এ কূপ থেকে প্রতিদিন ৫০০ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন সম্ভব হবে বলে এসজিএফএল সূত্র জানিয়েছে। কূপটিতে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও ৬৫৮ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে বলে সাসমিক জরিপে জানা গেছে। এসজিএফএল সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা থেকে এত দিন গ্যাস উত্তোলন করা হচ্ছিল। গ্যাসের সঙ্গে পাওয়া কনডেনসেড পরিশোধন করে জ্বালানি তেল উৎপাদন করা হতো। ২০১০-১২ সময়ে বাপেঙ্রে কারিগরি সহায়তায় সিলেটের কৈলাসটিলা, রশিদপুর ও হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন করে ত্রিমাত্রিক ভূতাত্তি্বক (থ্রিডি সাসমিক) জরিপ চালানো হয়। জরিপে কৈলাসটিলা ও হরিপুরে গ্যাস, তেল ও রশিদপুরে শুধু গ্যাসপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এরপর কৈলাসটিলার ৭ নম্বর কূপ খননের উদ্যোগ নেওয়া হয়। ডিসেম্বরের শুরুর দিকে এ কূপ খননের কাজ শুরু করার কথা রয়েছে। যথাসময়ে খননকাজ শুরু হলে মার্চের শেষের দিকে ওই কূপ থেকে তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। সাসমিক জরিপ থেকে জানা যায়, কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নম্বর কূপে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও ৬৫৮ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। জরিপ অনুযায়ী তেলের মজুদ সঠিক হলে প্রতিদিন এ কূপ থেকে ৫০০ ব্যারেল তেল উত্তোলন সম্ভব হবে, যা দেশের মোট চাহিদার দশমিক ৫ ভাগের জোগান দেবে। আর তেল উত্তোলন লাভজনক না হলে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হবে। প্রতিদিন ওই কূপ থেকে উত্তোলন করা সম্ভব হবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। সূত্র জানায়, দেশীয় সংস্থা বাপেঙ্রে মাধ্যমেই কৈলাসটিলার ৭ নম্বর কূপটি খনন করা হবে। বর্তমানে বাপেঙ্রে রিগ ফেঞ্চুগঞ্জে আরেকটি কূপ খননের কাজে থাকায় ডিসেম্বর নাগাদ কৈলাসটিলার ৭ নম্বর কূপ খননের কাজ শুরু করবে বাপেঙ্।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.