চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলরত শাটল ট্রেনের লোকো মাস্টার বদু মিয়াকে ছাত্রদলের নেতা-কর্মীরা অপহরণ করার তিন ঘণ্টা পর পুলিশ উদ্ধার করেছে। গতকাল সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। লোকো মাস্টার অপহরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল সকালে ছাত্রদলের একটি পক্ষ বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক দেয়। সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেন ৭টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় পেঁৗছলে ছাত্রদলের একদল কর্মী বদু মিয়াকে শাটল ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায়। এরপর বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের কৌশল হিসেবে তাৎক্ষণিক অবরোধ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আলী বলেন, সকালে শাটল ট্রেন নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পর আমাদের লোকো মাস্টারকে অপহরণ করা হয়। আমরা শুনেছি বেলা ১১টার দিকে তাকে পুলিশ উদ্ধার করেছে। তবে এখনো তিনি আমাদের কাছে এসে পেঁৗছাননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ারুল ইসলাম বলেন, লোকো মাস্টারকে উদ্ধার করা হয়েছে। যারা তাকে অপহরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।