আমাদের কথা খুঁজে নিন

   

একদিন স্পর্শের ইশারায় খুলে দিয়েছিলে সুইচগেট__



একদিন স্পর্শের ইশারায় খুলে দিয়েছিলে সুইচগেট__ শাফিক আফতাব........... চিনতে বড় কষ্ট হয় এখন__অথচ একদিন বৃষ্টিপাতের শব্দ শুনে ঠিকই চিনে নিতে___ আকাশের রং দেখে বুঝে নিতে এবার বৃষ্টি হবে : আবহাওয়া আর জলবায়ূর রিপোর্ট দেখে জেনে যেতো এবার ফলন ভালো হবে আমনের। সেই তুমি আজ কিছুই চেনো না পুরোহাতা ব্লাউজ পড়ো__ আবৃত থাকো__পেঙ্গুইন সেজে হাঁটো রাজপথ সেই ছোট্ট নামটিও তুমি ভুলে গেছো আমার। খামার বাড়িতে এখন নির্জনে থাকো। এখন আমাকে চিনতে বড় কষ্ট হয় তোমার অথচ একদিন স্পর্শের ইশারায় খুলে দিয়েছিলে সুইচগেট__ পরিচয়পত্রবিহীন প্রবেশ করতে দিয়েছিলে তোমার জাতীয় পরিষদে। বিনাভিসায় উড়তে দিয়েছিলে তোমার আকাশে, ভালোবাসায় উত্তাপে ফুটিয়েছিলে গুচ্ছ গোলাপ, আমার সব বিলাপ থেমে দিয়েছিলে তুমি....... ১০.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.