একদিন স্পর্শের ইশারায় খুলে দিয়েছিলে সুইচগেট__
শাফিক আফতাব...........
চিনতে বড় কষ্ট হয় এখন__অথচ একদিন বৃষ্টিপাতের শব্দ শুনে ঠিকই চিনে নিতে___
আকাশের রং দেখে বুঝে নিতে এবার বৃষ্টি হবে :
আবহাওয়া আর জলবায়ূর রিপোর্ট দেখে জেনে যেতো এবার ফলন ভালো হবে আমনের।
সেই তুমি আজ কিছুই চেনো না
পুরোহাতা ব্লাউজ পড়ো__ আবৃত থাকো__পেঙ্গুইন সেজে হাঁটো রাজপথ
সেই ছোট্ট নামটিও তুমি ভুলে গেছো আমার।
খামার বাড়িতে এখন নির্জনে থাকো।
এখন আমাকে চিনতে বড় কষ্ট হয় তোমার
অথচ একদিন স্পর্শের ইশারায় খুলে দিয়েছিলে সুইচগেট__
পরিচয়পত্রবিহীন প্রবেশ করতে দিয়েছিলে তোমার জাতীয় পরিষদে।
বিনাভিসায় উড়তে দিয়েছিলে তোমার আকাশে,
ভালোবাসায় উত্তাপে ফুটিয়েছিলে গুচ্ছ গোলাপ, আমার সব বিলাপ থেমে দিয়েছিলে তুমি.......
১০.১০.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।