কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেমের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মৃধার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বিকালে হাসেমের দুই কর্মীকে হারুনের লোকজন মারপিট করে। এ নিয়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে হাসেম গ্রুপের ওয়াইসকরনী (৩৪) ও হারুন গ্রুপের কাঞ্চন মিয়া (৪৫) নিহত ও উভয় গ্রুপে অন্তত ৪০ জন আহত হয়। আহতদের নিকলীসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।