আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত পাঁচ

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া বিজয় সরণিতে বাস ও দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চালকসহ পাঁচজন। এরা হলেন সিএনজি অটোরিকশা চালক রাব্বী ও রফিক এবং যাত্রী ফজলুল হক, ফারুক ও বালাই দাস। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার এসআই মনিরুজ্জামান জানান, গতকাল ভোর ৫টার দিকে খিলক্ষেত রাজউক ট্রেড সেন্টারের সামনে একটি বাস এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোয়া ৭টার দিকে তিনি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি। শেরেবাংলানগর থানার এসআই আবদুল জলিল জানান, গতকাল বেলা ৩টার দিকে বিজয় সরণিতে মিরপুরগামী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.