আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক ব্যবসা বন্ধের উপায় খুঁজছে সরকার

গ্রামীণ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ আরোপের পর এবার সামাজিক ব্যবসা বন্ধ করার উপায় খুঁজছে সরকার। এজন্য বিনিয়োগ বোর্ডের মাধ্যমে একটি নীতিমালা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক ব্যবসার জন্য প্রণীত ওই নীতিমালার মধ্যেই এ ধররের ব্যবসা বন্ধের প্রক্রিয়া থাকবে। সম্প্রতি এ সংক্রান্ত সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। আইডিবি-গ্রামীণ সোশ্যাল বিজনেস ইনিশিয়েটিভ (এসবিআই)-এর আওতায় তিনটি জয়েন্ট ভেঞ্চার প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে গঠিত ওই কমিটির বৈঠকটি গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ও বিনিয়োগ বোর্ডের অতিরিক্ত সচিব নাভাস চন্দ্র মণ্ডল।

জানা গেছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রামীণ ট্রাস্টের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করার লক্ষ্যে ৩টি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য, নিরাপদ পানি ও উৎপাদনমুখী পণ্য তৈরির সহায়তা করা। প্রকল্পগুলোতে আইডিবির প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা। এখন ওই অর্থ গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে কীভাবে বিনিয়োগ হবে সেটির ওপর নজরদারি চালাতেই সামাজিক ব্যবসার নামে এই নীতিমালাটি করা হচ্ছে। সূত্রগুলো থেকে আরও জানা গেছে, নীতিমালাটি হওয়ার পর এ ধরনের ব্যবসায় যে কোনো বিনিয়োগ সরকারের নজরদারিতে থাকবে। সামাজিক ব্যবসার নামে বিদেশ থেকে আনা অর্থ কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে সেটি যাচাইয়ের নামে মূলত এ ধরনের ব্যবসার ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হবে।

এদিকে সামাজিক ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি এ ধরনের ব্যবসা কীভাবে বন্ধ করা যায় তার প্রক্রিয়াও নীতিমালায় উল্লেখ করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত মাসে অনুষ্ঠিত সভায় নীতিমালা প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান বাংলাদেশের কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৮ ধারামতে সামাজিক ব্যবসার নীতিমালার সংজ্ঞা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, ধরন, পরিচালন, লভ্যাংশ ব্যবহারের ধারা এবং ওই ধরনের ব্যবসা বন্ধ করার প্রক্রিয়াগুলো বিস্তারিত উপস্থাপন করেন। তবে সামাজিক ব্যবসা বন্ধের প্রক্রিয়াগুলো সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়নি।

সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়, সামাজিক ব্যবসা বন্ধ করার সময় উদ্যোক্তা মূল বিনিয়োগ উত্তোলন করবে নাকি লভ্যাংশসহ উত্তোলন করবে? জবাবে বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান জানান, সামাজিক ব্যবসায় লভ্যাংশ উত্তোলন করা যাবে না, এটি পুনঃবিনিয়োগ হবে যা নীতিমালার সংজ্ঞা ও উদ্দেশ্যতে উল্লেখ রয়েছে। আর সামাজিক ব্যবসা বন্ধ করার বিষয়ে কোম্পানি আইন, ১৯৯৪ সেকশন ২৩৪-২৬১ তে বিস্তারিত উল্লেখ আছে। এ বিষয়টি এনেঙ্ার হিসেবে নীতিমালায় উল্লেখ করা থাকবে বলেও জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.