আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানে শক্তিশালী হচ্ছে এমএনপি

পার্বত্য জেলা বান্দরবানে ম্রো ন্যাশনালিস্ট পার্টির (এমএনপি) নামে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড। মেনরুম ম্রোর নেতৃত্বে সংগঠনটি পাহাড়ে একের পর এক খুন, অপহরণ ও চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সশস্ত্র সংগঠনটি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন।

জানা যায়, বান্দরবান জেলায় ২০১১ সালে ম্রো যুবকদের সংগঠিত করে সশস্ত্র সংগঠন এমএনপি প্রতিষ্ঠিত করা হয়। দেশি-বিদেশি আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ২০১২ সালের আলীকদমের পোয়া মুহুরীতে ঘাঁটি গড়ে তুলে সংগঠনটি। এখান থেকেই সংগঠনটি খুন, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে আসছে। এই সময়ে সংগঠনটি নানা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সদস্য সংখ্যা ও সশস্ত্র তৎপরতা সম্পর্কে জানান দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর এমএনপি প্রধান মেনচিং ম্রো গ্রেফতার হওয়ার পর আলীকদম সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য পালে ম্রো এই বাহিনী পরিচালনার দায়িত্ব নেয়। বিগত ৫ এপ্রিল প্রতিপক্ষের হামলায় অন্যতম প্রতিষ্ঠাতা মেনরুং ম্রো নিহত হয়। ৭ জুন সংগঠনটির প্রধান পালে ম্রো আলীকদমের দুর্গম পোয়ামুহুরি এলাকার পাহাড়ভাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। গত তিন মাসে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের লাগাতার অভিযানে ৩৭ জনেরও বেশি এমএনপি সদস্য গ্রেফতার এবং ৪২ জন আত্দসমর্পণ করে। আলীদমের কুরুক পাতার দুংখা পাড়ার মেনসিং ম্রোর ছেলে মেনরুম ম্রো এমএনপির সাংগঠনিক দায়িত্ব নিয়ে বর্তমানে নতুন করে সশস্ত্র সংগঠনটিকে চাঙ্গা করছে বলে জানা গেছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অং প্রু ম্রো জানান, এমএনপি ম্রো সম্প্রদায়ের সম্মান নষ্ট করছে, তাদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করা উচিত।

আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. আলমগীর কবির বলেন, এমএনপি অনেক দিনের সমস্যা। লামা-আলীকদমে তাদের তৎপরতা আছে। তাদের সন্ত্রাসী তৎপরতা বন্ধে অপারেশন চলছে। পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, গহিন অরণ্যে তাদের অবস্থান। সচরাচর তারা লোকালয়ে আসে না। তাদের বিরুদ্ধে অভিযান চলছে। জেলার দুর্গম এলাকার ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে এমএনপির সদস্যরা। সংগঠনটির সশস্ত্র তৎপরতায় জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা জড়িয়ে পড়ারও অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার খুন, অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মধ্যম পাড়ায় জেলা পরিষদের সদস্য অং প্রু ম্রো বাসা থেকে সশস্ত্র সংগঠনটির শীর্ষ নেতা রুমদিং ম্রোকে গ্রেফতার করে পুলিশ। রুমদিং থানছি উপজেলার ১ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.