সিরিজ আগেই হাত ছাড়া হয়েছিল। তবে শেষ ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজে ব্যবধান কমালো শ্রীলঙ্কা। ৩-২ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে পাকিস্তান।
আবুধাবিতে অনুষ্ঠিত পঞ্চম ওয়ানডেতে দিনেশ চন্ডিমালের করা অপরাজিত ৬৪ রানে ভর করে জিতে যায় লঙ্কানরা । মাত্র ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমেও বিপদে পড়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। ১৯৫ রানে তারা হারিয়ে ছিল ৮ উইকেট। তারপর নবম উইকেট জুটিতে মেন্ডিসের সঙ্গে ৪০ রানের অপরাজিত জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয় এনে দেন দিনেশ চন্ডিমাল। মেন্ডিস ১৯ রানে অপরাজিত ছিলেন। পেসার জুনায়েদ খান ৩১ রানে তিন উইকেট নেন। স্পিনার সাঈদ আজমল নেন ২ উইকেট।
শ্রীলঙ্কার শেষটা যতো মলিন শুরুটা ছিল ততই উজ্জ্বল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুশাল পেরেইরা এবং তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতেই আসে ৭৫ রান। আউট হওয়ার আগে পেরেরা আগ্রাসী ব্যাটিং করে ৪১ বলে করেন ৪৭ রান। চারটি বিশাল ছক্কা ছাড়াও তিন বাউন্ডারি হাঁকান তিনি। দিলশান অনেকটা ধীর গতিতেই ব্যাটিং করেছেন। ৬৯ বলে করেছেন ৪৫ রান। অবশ্য ৩১ রান করার পরই দিলশান ওয়ানডে ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেন। ষষ্ঠ শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে দিলশান এই কৃতিত্ব অর্জন করেন। দারুণ শুরুর পরও শেষ দিকে বিপদে পড়েছিল লঙ্কানরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।