ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 'শিশুকন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্বজয়' এই স্লোগান নিয়ে গতকাল সকাল ৯টায় জাতীয় জাদুঘর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা ও শিশু অধিদফতর ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে সরকারি ও বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সদস্য, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে বাংলাদেশ শিশু একাডেমিতে এক আলোচনা সভায় ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সচিব তারিক-উল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস, বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীন, ডেপুটি পুলিশ কমিশনার শামিমা বেগম, এভারেস্ট বিজয়ী প্রথম নারী ওয়াসফিয়া নাজনীন প্রমুখ অংশ নেন।
আলোচনা সভায় মেহের আফরোজ চুমকী বলেন, কোনো কন্যাশিশুকে যাতে আদুরীর মতো নির্যাতনের শিকার না হতে হয়, সে জন্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। কন্যাশিশুদের অধিকার রক্ষায় আমাদের পরিবারগুলোকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।