মার্কিন যুক্তরাষ্ট্র ২০০২ সাল থেকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের মোবাইলফোনে আড়ি পাতছে। আর এ খবর জানিয়েছে জার্মানির দার স্পাইগেল ম্যাগাজিন।
ম্যাগাজিনটির দাবি, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া গোপন নথিতে দেখা গেছে, মার্কেল চ্যান্সেলর হওয়ার আগেই ২০০২ সাল থেকে তার মোবাইলে আড়ি পেতেছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালেও তার মোবাইল গোপন নজরদারির তালিকায় ছিল।
তবে, মার্কেলের মোবাইলে কী ধরনের নজরদারি করা হয়েছে তা গোপন নথিতে স্পষ্ট করে উল্লেখ নেই বলে দার স্পাইগেল জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।