উইকেটের পিছনে দাঁড়িয়ে নাসির হোসেনের ব্যাটিং দেখেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। দেখেছেন কিভাবে তার দলকে একা বিধ্বস্ত করেছেন এই তরুণ ক্রিকেটার। টি-২০ চ্যালেঞ্জ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় দলকে একাই হারিয়েছেন নাসির ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে। তার আক্রমণাত্দক ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজটিও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ 'এ'। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ দুপুর একটায় অনুষ্ঠিত হবে মিরপুরে। সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জিতেছিল 'এ' দল। প্রথম ম্যাচে পরে ব্যাট করে হেরেছিল জাতীয় দল। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে। অধিনায়ক মুশফিকের ৩৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৩৮ রানে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান করে জাতীয় দল। মুশফিক আগের ম্যাচেও খেলেছিলেন ৩৩ রানের ইনিংস। গতকাল খেলেছেন ২৪ বলে ৩৬ রানের ইনিংস। মাহমুদুল্লাহ ৩৮ রান করেন ৩০ বলে। 'এ' দলের পক্ষে আরাফাত সানী ও নাসির ২টি করে উইকেট নেন। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই চালকের আসনে বসেছিল নাসিরবাহিনী। নাসির ব্যাটিংয়ে নামার পর ম্যাচ হয়ে উঠে একপেশে। নাসির ২৫ বলে ৫০ রান করলেও ৬২ রানের ম্যাচ সেরা ইনিংসটি খেলেন মাত্র ৩১ বলে। ২০০ স্ট্রাইকরেটের ইনিংসটিতে ৩টি ছক্কা ছাড়াও ছিল ৭টি বাউন্ডারি। এরমধ্যে নাসির ইনিংসের ১৬ নম্বর ওভারে সোহাগ গাজীর বোলিংয়ে তুলে নেন ২ ছক্কায় ২২ রান। এই ওভারটিই এগিয়ে দেয় 'এ' দলকে। ১৯ নম্বর ওভারে রুবেল হোসেনকে পরপর দুই বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন নাসির।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৬৭/৯, ২০ ওভার ( এনামুল হক বিজয় ৩৮, সৌম্য সরকার ১৩, মুশফিকুর রহিম ৩৬, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮*, জিয়াউর রহমান ২১। আরাফাত সানী ২/৪২, ফরহাদ রেজা ১/১৯,ইলিয়াস সানী ১/২০, নাসির হোসেন ২/২১)।
বাংলাদেশ 'এ' : ১৭১/৪, ১৮.৩ ওভার (ইমরুল কায়েশ ১৬, মিথুন আলী ৩৭, মুমিনুল হক ২৪, নাসির হোসেন ৬২*, সাবি্বর রহমান রুম্মন ১৫*। মাশরাফি বিন মর্তুজা ১/২৮, রুবেল হোসেন ২/৩০, আল-আমিন ১/২৫)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।