আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি যার যার মোহনগঞ্জ সবার

সারা দেশে সহিংসতা বিরাজ করলেও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিগত দিনে দেখা গেছে সরকার বদলের সঙ্গে সঙ্গে বড় বড় দলের নেতা-কর্মীরা সহিংসতার শিকার হয়েছেন। মোহনগঞ্জ ছিল বরাবরই উত্তপ্ত। কিন্তু সেই ধারাবাহিকতার পরিবর্তন ঘটিয়ে শান্তিপ্রিয় কর্মসূচির হয়েছে মোহনগঞ্জেই। রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে গত ২৩ অক্টোবর উপজেলার নাগরিক আন্দোলনের উদ্যোগে এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব ও সদস্য সচিব কবি রইছ মনরম সব দলের নেতাদের সমন্বয়ে সহিংসতা এড়াতে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার ডাক দেন। তাতে দলমত নির্বিশেষে সবাই এসে যোগ দেন এবং মোহনগঞ্জকে সহিংসতামুক্ত রাখতে প্রতিশ্রুতি দেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, বিএনপির সভাপতি আকম শফিকুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক সাংবাদিক তাজুল ইসলামসহ সবাই শান্তিপূর্ন কর্মসূচি পালনের আহ্বান জানান। ফলে ৩ দিনে হরতালে দেশব্যাপী এমনকি নেত্রকোনা জেলার অন্যান্য জায়গায় ব্যাপক সংঘর্ষ হলেও মোহনগঞ্জে হয়েছে শান্তিপূর্ন ভিন্ন ভিন্ন কর্মসূচি। তাদের স্লোগান ছিল রাজনীতি যার যার মোহনগঞ্জ সবার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.