যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডের একটি কারারক্ষী ব্যারাক থেকে গতকাল বেলা ১১টার দিকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত ছাড়া বিস্তারিত কিছু বলা যাবে না।কোতোয়ালি থানার এএসআই রবিউল ইসলাম বলেন, "বেলা পৌনে ১১টার দিকে কারাগারে বোমা রয়েছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে আমি কারাগারে রওনা হই। সেখানে জেলারকে সঙ্গে নিয়ে কারারক্ষী ব্যারাক 'সুগন্ধা'য় যাই। সুগন্ধার দোতলায় পুব দিকের একটি কক্ষের বাথরুমের পাশে কালো টেপ মোড়ানো পাঁচটি বোমা দেখে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।" উদ্ধার করা বস্তুগুলো তাজা বোমা বলে নিশ্চিত করেন এএসআই রবিউল। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞরা এগুলো নিষ্ক্রিয় করবেন বলে তিনি জানান।এদিকে কারারক্ষী ব্যারাকের সুরক্ষিত এলাকায় কারা কী উদ্দেশ্যে বোমা আনল তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কারা কর্তৃপক্ষ। কারা প্রশাসনের খুলনা-বরিশাল বিভাগীয় ডিআইজি ফজলুর রহমান বলেন, বোমা উদ্ধারের ঘটনার পর যশোর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গোটা কারাগার এলাকা তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, যে স্থান থেকে বোমা উদ্ধার হয়েছে, তা সংরক্ষিত এলাকা। এখানে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। কারা প্রশাসনও আলাদাভাবে তদন্ত করছে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার এ এস এম কামরুল হুদা জানান, কারাগার একটি সুরক্ষিত এলাকা। কারা প্রশাসনকে বিব্রত করতে কোনো রক্ষী এমন কাজ করে থাকতে পারেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।