আমাদের কথা খুঁজে নিন

   

সিমলার স্বপ্ন পূরণ

১৫ নভেম্বর 'সমাধি' ছবি মুক্তির মধ্য দিয়ে স্বপ্ন পূরণের আরও একধাপ এগিয়ে যাবেন চলচ্চিত্র অভিনেত্রী সিমলা। এখন পর্যন্ত ৩০টিরও বেশি ঢাকাই ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। দেশের ছবিতে অভিনয় করলেও দেশের বাইরের কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। কলকাতার ছবি 'সমাধি' মুক্তি পেলে সেই স্বপ্ন পূরণ হবে সিমলার। এ ছবিতে সিমলা অভিনয় করেছেন বলিউড অভিনেতা গোবিন্দর বিপরীতে। সম্প্রতি কলকাতার নির্মাতা দীপক স্যানাল পরিচালিত সমাধি ছবির কাজ শেষ হয়েছে। ১৫ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন সিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত 'ম্যাডাম ফুলি' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সিমলার। প্রথম ছবিতেই তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিমলা জানিয়েছেন, অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম দেশের বাইরের ছবিতে কাজ করব। কিন্তু তা যে গোবিন্দর মতো এত বড় একজন অভিনয়শিল্পীর বিপরীতে হবে ভাবিনি। কলকাতার ছবি সমাধিতে অভিনয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করেছি আমি। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। সিমলা বলেন, গোবিন্দর মতো বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর বড় মানুষের মনও যে অনেক বড় হয় সেটা গোবিন্দর সঙ্গে কাজ করে বুঝতে পেরেছি।

'সমাধি' ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ি। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। এ ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী গ্রেসি সিং ও সেয়ালি ভগত। এদিকে কলকাতার 'সমাধি' ছাড়া বাংলাদেশে সিমলা অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। মাসুদ পথিক পরিচালিত ছবিটির নাম 'নেকাব্বরের মহাপ্রয়াণ'।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.