ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ব্যতিক্রম কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির পূর্বঘোষিত সম্মেলনস্থল আগুনে দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার ভোররাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে প্রতিনিধি সভার চেয়ার, টেবিল ও কমিউনিটি সেন্টারের আসবাবপত্র অধিকাংশ পুড়ে যায়। সম্মেলন স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি।
বুধবার বিকাল ৩টায় এ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহ্মুদ চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে অতিথি করা হয়েছিল।
ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার আগুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গভীর রাতে কারা আগুন দিয়েছে তা বলা যাচ্ছে না। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা, এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। অগি্নকাণ্ডের কারণে পূর্ব নির্ধারিত প্রতিনিধি সম্মেলন স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, প্রতিনিধি সম্মেলনে ত্যাগী নেতা-কর্মীদের দাওয়াত না দেওয়ায় বিক্ষুব্ধরা এ ঘটনা ঘটিয়েছে। ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ আগুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।