নগর উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে ৪১ কোটি ডলার আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার উন্নয়ন এবং নগরের ৩৪ লাখ মানুষের সাধারণ সেবা নিশ্চিত করতে এ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট বলেন, নগরের সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক কাঠামো জোরদার করতে এ সহায়তা দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, দ্য মিউনিসিপ্যাল গভর্ননেন্স অ্যান্ড সার্ভিস প্রকল্পের এই অর্থ উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে এমন ২৬টি জেলা শহর ও পৌর এলাকায় ব্যয় করা হবে। এর আওতায় সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, মার্কেট, বাস টার্মিনাল স্থাপন এবং পৌরসভার সেবা কার্যক্রম বৃদ্ধি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের ৩০ লাখ মানুষ উপকৃত হবে বলে বিশ্বব্যাংক আশা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ৪০ বছরে এই ঋণের অর্থ পরিশোধ করা যাবে। এক্ষেত্রে ১০ বছর গ্রেস পিরিয়ড পাওয়া যাবে, অর্থাৎ এ সময়ে কোনো সুদ দিতে হবে না। বাকি সময়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।