আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি নির্বাচনী ক্

বরিশাল : উপজেলা নির্বাচনের ৩৬ ঘণ্টা আগে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ টেম্পো স্ট্যান্ডে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্আলম খানের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা অগি্নসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অপর দিকে গতকাল শেষ বিকালে বাকেরগঞ্জের বোয়ালিয়া ও বাখরকাঠী এলাকায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী থানা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের ২টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর এবং তছনছ করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্তদের আটক করতে পারেনি। বগুড়া : বগুড়ার শেরপুরে পৌর শহরের স্যান্নালপাড়া এলাকায় বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী কে এম মাহবুবার রহমান হারেজের নির্বাচনী অফিসে হামলা করে চেয়ার-ফেস্টুন-ব্যানারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। গতকাল বিকালে একদল যুবক হামলা চালিয়ে এ ভাঙচুর করে। কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা নির্বাচনের চেয়ারমান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খাঁন ও বিএনপি সর্মথিত প্রার্থী আনসার প্রামানিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের ১৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে মান্নান খানের সমর্থকরা। সোমবার মধ্য রাতে উপজেলার চাউলকোটা ও কাঠাডাঙ্গী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ বি এম মোস্তাকিমের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুুর্বৃত্তরা। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে ৪টি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই সভায় দুজন প্রার্থীর সমর্থক-কাউন্সিলরদের মধ্যে হট্টগোল হাতাহাতির এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা না করেই অনুষ্ঠান পণ্ড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। পাবনা : পাবনার সুজানগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা বিএনপি। গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে পৌর এলাকার ও ভায়না ইউনিয়নের সব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ মান্নান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, যুগ্ম সম্পাদক মাসুদ খোন্দকার, নূর মোহাম্মদ মাসুম বগা, দফতর সম্পাদক জহুরুল ইসলাম, জিয়া পরিষদের আবদুল মতিন মনিসহ প্রমুখ। ময়মনসিংহ : সদর উপজেলা নির্বাচন পরিচালনায় জেলা বিএনপির কার্যালয়ভিত্তিক সমন্বয় পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদ কমিটির সমন্বয়ক কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ। পঞ্চগড় : প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করলেন পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদের প্রার্থী বিএনপি নেতা আবদুল আজিজ। তিনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান। গতকাল সন্ধ্যায় বোদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দলীয় নেত্রী একক প্রার্থী করার জন্য তাগাদা দিচ্ছেন অথচ এখানে কোনো উদ্যোগই নেওয়া হয়নি, তাই দলের স্বার্থে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিতে হলো। বিএনপি বা জোটের শরিক দলের যে প্রার্থী ভোটার সমর্থনে এগিয়ে থাকবে আমার সমর্থন সে প্রার্থীর পক্ষে থাকবে। নওগাঁ : নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মামনূর রহমান রিপন শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন। গতকাল দুপুরে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বেনাপোল : শার্শা উপজেলায় গতকাল দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা নির্বাচনে তৃণমূলের প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজুর বিরুদ্ধে যশোর জেলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। শিবচর (মাদারীপুর) : শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠু ও শিবচর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি। নেত্রকোনা : ২য় দফা নির্বাচনে খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুর রউফ স্বাধীনকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে গতকাল বহিষ্কার হয়েছে।

[নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.