কলকাতা বইমেলায় বাংলাদেশের কবি কামাল চৌধুরীর 'নির্বাচিত কবিতা' প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে 'পাঠক'। ৫ ফেব্রুয়ারি বিকালে কলকাতা বইমেলায় 'পাঠক' স্টলের সামনে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক সচিব ড. রণজিৎকুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কথাশিল্পী রশীদ হায়দার, কবি অসীম সাহা, দিলি্লতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী, কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম, সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, কবি শংকর চক্রবর্তী, কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, কবি মৃদুল দাশগুপ্তসহ বাংলাদেশ-ভারতের কবি-লেখকরা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।